বিডিইউতে তথ্য অধিকার সচেতনতা বিষয়ক র‌্যালি ও লিফলেট বিতরণ


তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এ (বিডিইউ)র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর, ২০২৩) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি একাডেমিক ভবনের সামনের সড়ক প্রদক্ষিণ শেষে আবার একাডেমিক ভবনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপস্থিত সকলকে তথ্য অধিকার বিষয়ক বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়।

এসময় আইওটি এন্ড রোবটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব সামছুদ্দীন আহমেদ, তথ্য অধিকার ( এপিএ ) কমিটির আহবায়ক ও স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস বিভাগের প্রভাষক,জনাব মো:ছানাউল্লাহ,তথ্য অধিকার (এপিএ) কমিটির ফোকাল পয়েন্ট ও জনসংযোগ কর্মকর্তা জনাব মো:শহীদুল ইসলাম-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।