ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড
বিডিইউ এর প্রতিটি শ্রেনীকক্ষে ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের ব্যবস্থা করা হয়েছে। এর সাথে প্রচলিত হোয়াইট বোর্ডের ব্যবস্থাও আছে। শিক্ষক-শিক্ষিকা গ্রাফিক্স ও ভিডিওসহ ক্লাস সম্পর্কিত সবকিছু অন্তর্ভূক্ত করে এই বোর্ডের মাধ্যমে পাঠদান করেন। ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ডের নিজস্ব কিছু সফটওয়্যার দিয়ে Physics, Math, Chemistry সহ বিভিন্ন Technical চিত্র ও সমাধান অতি দ্রুত ও সুন্দরভাবে উপস্থাপন করা হয়। পরবর্তীতে পুরো ক্লাসটি রেকর্ড করে ছাত্র-ছাত্রীদের প্রদান করা হয়। শিক্ষক-শিক্ষিকা এমনকি ছাত্র-ছাত্রীরাও প্রেজেন্টেশনসহ যেকোন তথ্য তাদের মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে বোর্ডে প্রদর্শন করতে পারে। শিক্ষক-শিক্ষিকা অতি সহজে এই বোর্ড ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও তথ্যাদি সরবারহ করতে পারে।